বাইবেলের আদেশ হলো প্রচার করা
Biblical Mandate for Evangelism
-রেভাঃ আবদুল মাবুদ চৌধুরী
প্রচার কেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় ?
প্রচারের সংজ্ঞা : মুক্তিদাতা ও প্রভু যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য মানুষকে নিয়ে আসা এবং বাপ্তিস্মের মাধ্যমে তাঁর মন্ডলীর সদস্য হতে আহবান করা। (মথি ২৮ : ১৮-২০; প্রেরিত ২ : ৩৮ ও ৪১)
প্রচারে বর্তমান ঝুঁকি বা Challenges:
ক) সমাজতান্ত্রিকতা (Secularism) : পরিত্রানের প্রয়োজন নেই
খ) উদারপন্থী (Liberalism) : মানুষই সব কিছু, পরিত্রান অবান্তর
গ) সার্বজনীনবাদ (Universalism) : পরিত্রান সবার জন্য, সমস্ত সৃষ্টি
ঘ) ধর্মীয় বহুত্ববাদ (Religious pluralism) : সকল ধর্মের মধ্যে পরিত্রান
ঙ) Syncretism: সব ধর্মই এক, তাই একীভূত হতে পারে, প্রচারের প্রয়োজন নেই।
৩. পাপের সমস্যার জন্য প্রয়োজন প্রচার
ক) মানবজাতির পতন – রোমীয় ১:১৮-৩২; ইফি ২:১-৩)
খ) মৃত্যু রাজত্ব করছে (রোমীয় ৫: ১২-২১; ৬:২৩)
গ) পাপের জন্ম (আদি ৩ অধ্যায়)
ঘ) পাপের কলুষিত ফল (আদি ৪-৫ অধ্যায়)
ঙ) পাপের শাস্তি (আদি ৬ – ৭ অধ্যায়)
চ) পাপের চলমান অবস্থা (আদি ৯ অধ্যায়)
ছ) পাপের সর্ব্বোচ্চ অবস্থা (আদি ১০ – ১১ অধ্যায়)
৪. তথাপি ঈশ্বরের অনুগ্রহ মানবজাতিকে সম্পূর্ণ ধ্বংস করে নাই –
– প্রচার সম্পর্কে না বুঝা
– নেতা, পালক ও সাধারণ বিশ্বাসীদের মধ্যে দুরুত্ব
– মন্ডলীতে শিক্ষার অভাব
প্রচার কেন? কারণ তা ঈশ্বরের স্বভাবকে প্রকাশ করে।
প্রচারের উৎস – ঈশ্বরের অনুগ্রহ
ক) ঈশ্বর সৃষ্টিকর্তা ও যোগানদাতা – আদি ১-২ অধ্যায়; ৯:৮-১৭; গীত ৮; ২৪; ১০৪; ও যিশাইয় ৪৩:৩-১৫
খ) ঈশ্বর জ্যোতি – তিনি উত্তম সমস্ত কিছুর উৎস – ১ যোহন ১:৫; আদি ১:১৭-১৮
গ) ঈশ্বর প্রেম – যোহন ৩:১৬; ১ যোহন ৪:৮, ১৬
ঘ) ঈশ্বরের আকাংখা যেন সকলে পরিত্রান পায় – লুক ১৫; ২ পিতর ৩:৯; ১ তীমথিয় ২:৩-৪
ঙ) ঈশ্বর নিজ উদ্যোগে কাজ করেন – যোহন ১ : ১০-১৩; রোমীয় ৫:৮; ১ যোহন ৪:৯-১০,১৪ (যোনা ভাববাদী)
২. প্রচারের কেন্দ্রবিন্দু – ঈশ্বরের পুত্র (ইব্রীয় ১:১-২); সুসমাচার হলো যীশুই প্রভু (রোমীয় ১০:৯-১০; ১করি ১২:৩; ফিলিপীয় ২:৫-১১; কলসীয় ১: ১৮; ২:১০)
ক) যীশু হলেন ঈশ্বরের প্রতিমূর্তি – যোহন ১:১-১৪, ১৮; ফিলি ২:৫-৮; ১তিমথীয় ৩:১৬; ১ যোহন ৪:১-৩
খ) যীশু ক্রুশারোপিত হয়েছেন – প্রেরিত ২:৩৬; ১০:৩৬; মার্ক ১০:৪৫; ১ তিমথীয় ২:৫-৬; কলসিয় ২:১৪-১৫; ১পিতর ৩:১৮
গ) যীশু পুনরুত্থীত – রোমীয় ১০ : ৯-১০; ১করি ১৫; প্রেরিত ২:৩২; ৩:১৫,২৬; ৫:২৯-৩২; ৭:৫২, ৫৬; ১পিতর ১:৩; ৩:২১; ১যোহন ১:১-৩
ঘ) যীশুর পুনরাগমন – ১করি ৪:৫; ১৬:২২; ২করি ৫:১০-১১; রোমীয় ২:১৪-১৬; ইব্রীয় ৯:২৮॥
৩. প্রচারের শক্তি – পবিত্র আত্মা
ক) পবিত্র আত্মা হলো সকলের নিকটে ঈশ্বরের উপস্থিতি – প্রেরিত ১৭:২৭
-পাপের চেতনা দেয়া – যোহন ১৬: ৭-১১
– বিশ্বাসীর মধ্যে বসবাস করা – রোমীয় ৫:৫; ৮:২৩-২৪; ইফি ১:১৩; ১করি ১২:১৩; ১যোহন ৩:২৪; ৪:১৩; প্রেরিত ৫:৩২; ৮:১৭; ৯:১৭,৩১
খ) পবিত্র আত্মা হলো প্রচারে ঈশ্বরের শক্তি – প্রেরিত ১:৮; ২:৪,১৭; রোমীয় ১৫:১৮
গ) খ্রীষ্ট সম্পর্কে সমস্ত সত্যে পবিত্র আত্মা পরিচালনা করে – যোহন ১৪:২৬; ১৬:১২-১৫; ১৫:২৬; ১করি ১:১৭-২:৫
ঘ) পবিত্র আত্মা প্রচারের দান দিয়ে থাকেন – যোহন ১৫:২৬; ১৬:১৪; প্রেরিত ১৩:১-৪; ১পিতর ১:১২; ইফি ৪:১১; প্রেরিত ৪:৮,৩১; ৬:১০; ৮:২৯,৩৯; ১০:১৯
প্রচার কেন? কারণ তা ঈশ্বরের পরিত্রানের পরিকল্পনা প্রকাশ করে।
প্রচারের লক্ষ্য : সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে সৃষ্টির পুনঃমিলন ঘটানো – ১করি ১৫:২৪,২৮; কলসিয় ১:৯, ১৫-২০
ক) মানবজাতির পরিত্রানের জন্য – মথি ২৪:১৪; ২৮:১৯; ২পিতর ৩: ৯; ১তিমথীয় ২:৩-৪; আদি৩:১৫; ১২:১-৩; প্রকাশিত বাক্য ৭: ৯
খ) ঈশ্বরের সমগ্র সুষ্টির পুনঃমিলন ঘটানো – রোমীয় ৮:১৯-২৩; ২করি ৫:১৭-২০; ইফি ১:২০-২৩; প্রকাশিত বাক্য ২১: ২২-২৬; যিশাইয় ৬৫:১৭-২৫
২. প্রচারের কারণ – একমাত্র খ্রীষ্টেতে পরিত্রান (যোহন ১৪:৬; ১তিমথীয় ২:৫; গালাতীয় ৪:৪; রোমীয় ৫:৬-২১; আদি ৩:১৫; প্রেরিত ২:৩৬,৩৮; ৩:১৩-১৫,২১; ৪:১২; ১০:৩৬,৪৩; ১ যোহন ১:৭; ২:২৩; ৩:৮,২৩)
ক) যীশু হলেন জগতের জ্যোতি যা প্রত্যেককে আলোকিত করে – যোহন ১:৫,৯; ৮:১২; এবং শয়তানের কাজকে ধ্বংস করে – ১যোহন ৩:৮; ইব্রীয় ২:১৪
খ) যীশুই সেই মেষশাবক যিনি সমস্ত পাপভার বহন করেছেন – যোহন ১:২৯; রোমীয় ৫:৬,১৮; ইব্রীয় ২ : ৯; প্রেরিত২:৩৯; ১০:৩৪-৩৫; ১১:১৮; ২করি ৫:২১; ১পিতর ১:১৮-২০; ১যোহন ২:১-২; যিশাইয় ৫৩:৬
গ) সকলের জন্য একজন যীশু আত্মদান করলেন – ইব্রীয় ৭:২৭; ৯:১২, ২৫-২৮; ১০:২,১০
প্রচারই হলো একমাত্র মাধ্যম যার দ্বারা মানুষ যীশুকে জানতে পারবে;
বিশ্বাস করতে পারবে এবং পরিত্রান পাবে (রোমীয় ১০:১৭)
প্রচার কেন? কারণ তা আমাদের অন্তরে প্রেরণা দেন বা প্রকাশ করেন।
♦ আমাদের প্রেরণা হলো : ঈশ্বর ও প্রতিবেশীর জন্য ভালবাসা (মথি ২২:৩৭-৩৯)
♦ পরিত্রানের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা – ১ যোহন ৪:১০-১২, ১৪,১৯, ২করি ৫:১৪; ইফিষীয় ৩:৭-৮
♦ বিশ্বস্ত তত্ত্বাবধায়ক এর কর্তব্য – ১পিতর ৪:১১; ৫:২-৪; ইফিষীয় ৩:২-৩; প্রেরিত ২০:২৪; রোমীয় ১:১৪-১৫; ২করি ৫:৯-১১; ২তীমথিয় ৪:৬-৮
♦ হারানোদের জন্য মমত্ববোধ বা উদ্বেগ – ১পিতর ৩:১-৬; প্রকাশিত ২০ :১১-১৫; রোমীয় ৩: ১৯, ২৩; ইফিষীয় ২:১-৩, ১২-১৩; ২পিতর ৩:৭
আলোচনাঃ
♦ আর কি কি প্রেরণা আমাদের থাকতে পারে যা আমাদেরকে প্রচার করতে সাহায্য করে?
♦ আপনি কোন প্রেরণায় প্রচার কাজ করতে চান বা করছেন?
আলোচনার উপসংহার :
♦ একজন খ্রীষ্টিয়ান হিসেবে বাইবেলের এই সত্য কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে বলে মনে করেন?