Menu

Church Constitution

Constitution in Bangla

ঈসায়ী চার্চ বাংলাদেশ
এর সংবিধান

ঈসায়ী চার্চ বাংলাদেশ এর ভূমিকা :

আমাদের বিশ্বাসের নীতিমালা রক্ষা ও স্থির  রাখার জন্য ও সমস্ত কিছুই যেন (পবিত্র বাইবেল) কিতাবুল মোকাদ্দসের শিক্ষা ও ঈসায়ী চার্চ বাংলাদেশ এর গৃহিত বিশ্বাসসমূহ অনুসারে সুষ্টু ও সুশৃংখলভাবে এবং ভালবাসায় সুসম্পন্ন হয় এবং সেই সাথে এ চার্চের সকল সদস্য, সদস্যাদের সহজাত ঈসায়ী স্বাধীনতা রক্ষার্থে এবং সেই সাথে মসীহের এই দেহরূপী চার্চের সঙ্গে যুক্ত থাকা ও অন্যান্য চার্চের সঙ্গে সুসম্পর্ক রক্ষার্থে আমরা এই সংবিধান রচনা ও গ্রহন করছি।ঈসায়ী চার্চ বাংলাদেশ এর জামাতের সংবিধান

Constitution in English

CONSTITUTION
of
Isa-e Church Bangladesh

INTRODUCTION OF ISA-E CHURCH BANGLADESH :

For the preservation and security of the principles of our faith and the all things be done “decently and in order” and “with love”, consistent with the teachings of the Holy Bible and the accepted beliefs of the Isa-e Church Bangladesh, and for the purpose of safeguarding the inherent liberties of each individual member of this church and also the freedom of action of this body in relation to Christ and to other bodies of like faith, we do adopt and establish this constitution.