এখানে হযরত পৌল তাদের বচসা করেছেন-তোমাদের ঘর নেই যেখানে খাওয়া-দাওয়া করতে পার, এবাদত, গান, ভক্তি, ছাড়া-প্রভুর ভোজে অংশগ্রহন করতে পার না।
সুতরাং,
১. নাজাতের জন্য যে ত্যাগ তা চিন্তা করে মনকে পরিস্কার করা
২. পাপের প্রতি ঘৃণার জন্ম নেয়া
৩. ক্ষমার খোদায়ী প্রতিজ্ঞার নিশ্চিত হওয়া
৪. খোদায়ী ভালবাসার জন্য কৃতজ্ঞ হওয়া
৫. হযরত ঈসা মসীহ্ ও তাঁর লোকদের সাথে এক সহভাগিতার আনন্দ করা
৬. অন্তরে সবাই একদেহ ও একধ্যানে একাত্ম থাকা যা খোদা দেখতে চান।
৭. তাঁর আগমন পর্যন্ত তাঁর মৃত্যুকে স্মরণ করে অপেক্ষায় থাকা
৮. এ সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে আরো পবিত্র, রূহানিক বৃদ্ধি, ব্যক্তিগত ভাবে রহমত লাভ করা
♦ ১ করিন্থীয় ১২ : ১২ আয়াত : একদেহ ও এক বাপ্তিস্ম