Preaching on Mission-মিশন কাজে খোদার আহ্বান
-রেভাঃ আবদুল মাবুদ চৌধুরী
রোমীয় ১৫:৭-২৪
১) মিশনারী হিসাবে পৌলের আদর্শ
৮ – ৯ পদ>
ঈসা যিহুদীদের সেবা করতে এসেছিলেন।
৮ পদ ইব্রাহীমের সাথে যে প্রতিজ্ঞা করেছিলেন তা যেন তিনি পূর্ণ করতে পারেন ( পয়দা- ১২:৩)।
৯ পদ পরজাতিরা যেন খোদাকে জানতে পারেন।গীত ১৮:৫০
১০ পদ ( দ্বি.বি.৩২:৪৩)
১১ পদ ( গীত ১১৭:১)
এখানে জাতি সমূহের কথা বলা হয়েছে।
১২ পদ ( যিশাইয় ১১:১০)
পৌল এখানে বলেছেন, ঈসার মিশন ছিল সমস্ত জাতি ও মানুষকে জয় করা > খোদার গৌরবের জন্য।
প্রকাশিত বাক্য ৫:৯ খোদার গৌরব যেন সকল মানব জাতির উপর বর্তায়।
সুতরাং মসীহ হলেন মিশন কাজে পৌলের আদর্শ। তিনি পরজাতিকে প্রাধান্য দিয়েছিলেন।
২) পৌলের জীবনের মিশন হলো একজন প্রচারক/ মিশনারী হওয়া।
মসীহের যে উদ্দেশ্য তা পৌল তাঁর জীবনে গভীরভাবে গ্রহণ করেছেন। তিনটি কথায় তা ভালোভাবে বুঝা যায়-
২.১) ২০ পদ- এইটি পৌলের একটি মহান লক্ষ্য।
আপনার জীবনের ভবিষ্যৎ কি লক্ষ্য পরিচালনা করছেন! পৌল খোদায়ী লক্ষ্যে পরিচালিত হয়েছেন।
২.২) ২৪ পদ- স্পেনে যাওয়ার পথে দেখা করবেন।
সেই সময় যে স্পেন বলে যে দেশ আছে তা পৌল কেমন করে জানলেন ?
হয়তো বা যতবার তিনি নৌকা বা জাহাজ করে কোথাও যেতেন, তখন নাবিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নিতেন। তাই তিনি স্পেনের কথা শুনে সেখানে যাওয়ার জন্য স্থির করেছেন।
২.৩) তাহলে তাঁর নিজের এলাকা যিহুদীয়া, সমরীয়া, সিরিয়া, মাকিদনিয়া ইত্যাদির অবিশ্বাসীদের অবস্থা কি? এই বিষয় তিনি ১৯ পদে বলেছেন-
আর ২৩ পদে বলেছেন: আমি আমার কাজ ঐসব জায়গায় শেষ করেছি।
যারা সম্মুকসারীয় তাদের লক্ষ্য দেশ নিয়ে। আর স্থানীয়ভাবে স্থানীয় পালক/প্রচারক ও মণ্ডলী দায়িত্ব গ্রহণ করবে।
অনেকে আছে শুধু নিজের এলাকায় অনেক বছর কাটিয়ে দিচ্ছে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিতে চাই, যেন আপনারা পৌলের আহবানকে ধারন করেন। যেখানে প্রচারিত হয়নি সেখানে যাওয়ার জন্য।
৩) পৌলের মিশনারীজ জীবনের আশ্চর্য কাজ
খোদা যদি আপনাকে এই কাজের জন্য ব্যবহার করেন তা আপনার জীবনে আশ্চর্য কাজ। যেভাবে পৌলের জীবনে ঘটেছিল।
১৯পদ-
১ম করিন্থীয় ১৫:১০, ২য় করিন্থীয় ৩:৫
পৌলের প্রচার কাজের শ্রম তা তাঁর নিজের নয়, তা খোদার কার্য। ফলে পৌলের মৃত্যুর পর খোদা সেই কাজের দায়িত্ব নিয়েছেন। আপনি হয়তো মনে করতে পারেন আমি কিছুই নই।ইউহোন্না ১৫:৫ , গালাতীয় ২:২০
আমি কিছুই না, কিন্তু মসীহ-ই সব কিছু।